Notice-Details

২০২৪ শিক্ষাবর্ষ শুরুর নোটিশ

Date: 04/01/2024

Effective Date: 04/01/2024 - 09/01/2024

<p style="text-align:center">২০২৪ শিক্ষাবর্ষ শুরুর নোটিশ&nbsp; &nbsp;এতদ্বারা অত্র ইয়ার্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক/কর্মচারী এবং প্লে হতে দশম শ্রেণির সকল শিক্ষার্থীর অবগতির উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, ২০২৪ ইং শিক্ষাবর্ষ শুরু করার লক্ষ্যে আগামী ১০/০১/২০২৪ খ্রি: তারিখ রোজ বুধবার হতে রুটিন মোতাবেক যথারীতি পাঠদান শুরু হবে। সেহেতু সকল শিক্ষার্থীকে উক্ত তারিখে যথাসময়ে প্রতিষ্ঠানের আসার জন্য বিশেষভাবে বলা হলো। উল্লেখ্য যে, শ্রেণি শিক্ষকরা স্ব স্ব শ্রেণি ওয়ারী শিক্ষার্থী/অভিভাবক মহল কে মোবাইল ফোনে অবহিত করবেন।&nbsp; &nbsp;অধ্যক্ষ&nbsp; &nbsp;, মো: মিজানুর রহমান&nbsp; , ইয়ার্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ।&nbsp; বালাবাড়িহাট, ইকরচালী, তারাগঞ্জ, রংপুর।&nbsp;</p>